আদিতমারীতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের আদিতমারীতে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে সাপ্টিবাড়ী বাজারে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে  ৩ হাজার টাকা জরিমানা করা হয়।রবিবার  দুপুর  ১২টা থেকে ৩টা পর্যন্ত জেলার আদিতমারি উপজেলার সাপটিবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম উদ দৌলা। এসময় সহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।অভিযান সূত্র জানায়, মাংসের দাম বেশি রাখা ও মূল্য তালিকায় দাম প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আফিয়ার মাংস বিতানকে ২০০০ টাকা ও মজমুল গোস্ত ভান্ডারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, লালমনিরহাট আদিতমারীর বিভিন্ন স্থানে ভোক্তা পর্যায়ে ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে এমন খবরে কয়েকটি পয়েন্টে অভিযান চালানো হয়েছে। পরে অভিযানের খবর শুনে গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।অভিযানে ভোক্তা পর্যায়ে মাংসের দাম যৌক্তিক রাখা, সুলভ মুল্যে মাংস বিক্রি করা, দামে কারসাজি না করা এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments