লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পক্ষে পবিত্র রমজানে শিক্ষার্থী, শ্রমজীবী অসহায় দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেআদিতমারী উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার উপজেলার ভেলাবাড়ী নয়ারহাট গুচ্ছ গ্রাম এলাকায় নিজ উদ্যাগে ইফতার বিতরণ কার্যক্রম আয়োজন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ আলী হিমেল। তিনি বলেন, লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই পবিত্র রমজানে দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে এই উদ্যোগ।দুস্থ্য অসহায় এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আদিতমারী উপজেলা ছাত্রলীগ সবসময় সহযোগিতা করে যাবে। তিনি আরো বলেন ইফতার তৈরির কার্যক্রম আমরা ছাত্রলীগের তত্ত্বাবধানে, নিজেরাই বাজার করে, নিজেদের হাতে প্রস্তুত করছি। এই আয়োজন ঘিরে শতাধিক অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। আগামী দিনে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা বিবেচনায় রেখেছি একজন শিক্ষার্থীর কী কী জরুরি প্রয়োজন রয়েছে উপজেলা ছাত্রলীগ তা নিয়ে সব সময় কাজ করে।এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল শিহাব রিহান হাবীব শুভ,রিহান হাবীব,মজিবুর রহমান,বাদল, রাজু উপস্থিত ছিলেন।