সেচ পাম্পের পিলার ভেঙে স্কুলছাত্রের মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বরেন্দ্রর গভীর নলকুপের খুটি ভেঙ্গে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার দুপুরে  আদিতমারী উপজেলার রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন ইসলাম আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগে এলাকার কাদের ইসলামের পুত্র ও রইসবাগ হরিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাড়ির পাশে  ভুট্টা ক্ষেতে মায়ের সাথে কাজ করতে যায় আল আমিন। তাপদাহ থাকায় পিপাসার্ত হয়ে পড়লে পানি পান করতে পাশের বরেন্দ্রর গভীর নলকুপের কাছে যায়।  এ সময় পা পিছলে পরে যাওয়ার সময় সিমেন্টের উচু বিদ্যুৎ এর খুটি ধরলে জরাজীর্ণ খুটি তার মাথায় ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, বরেন্দ্রর গভীর নলকুপের বিদ্যুৎ এর খুটি গুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এসব বিপদজনক হয়ে উঠেছে।  যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। 
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments