লালমনিরহাটের ফুটপাতে শীতের কাপড় বেচাকেনার ধুম

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতের কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে,সব বয়সের মানুষ শীতের কাপড়ের দোকানগুলোতে গিয়ে তাদের চাহিদা মত শীতের কাপড় কিনছেন। রবিবার লামনিরহাটের গোশালা বাাজার,আদিতমারীর বুড়িরবাজার,কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,চরাঞ্চল এবং বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসা নারী-পুরুষ ও শিশুরা ভিড় করেছেন ফুটপাতে বসা সস্তা কাপড়ের দোকানগুলোতে। এই শীতে প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত কেনাবেচা করেন দোকানিরা। দোকানিরা কম দামের কাপড় নিয়ে বসেছেন ফুটপাতে। বুড়িমার লালমনিরহাট মহাসড়কের পাশে তুষভান্ডার বাজার সড়কের দুই পাশে বসেছে নতুন ও পুরনো কাপড়ের হাট। শীত থেকে রেহাই পেতে নারী-পুরুষ ও শিশুসহ সকলেই কিনছেন শীতের কাপড়। তবে এসব ক্রেতা বেশির ভাগই নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। দেখে-শুনে কম দামের নতুন এবং পুরনো কাপড় কিনছেন। ফুটপাতের দোকানে কাপড় কিনতে আসা রোকসানা খাতুন বলেন, শীত নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়। মার্কেটে কাপড়ের দাম বেশি। ফুটপাতে নতুন ও পুরনো কাপড়ের দাম তুলনাম‚লক কম, মানেও বেশ ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানে কিনতে এসেছি। আমি একটি চাদর ও সুয়েটার কিনেছি।এ ব্যাপারে জানতে চাইলে দোকানদার শহিদুল ইসলাম বলেন, এসব কাপড় আমরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ দোকান করে বিক্রি করি। দাম কম হওয়াতে বেশি বিক্রি হচ্ছে। শীত যতই বাড়বে এই কাপড়ের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন এ ব্যবসায়ী।কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করছে। অতিরিক্ত শীত নিবারনের জন্য খোলা আকাশের নিচে এই দোকানগুলো থেকে একটু সস্তায় কাপড় কিনে নিচ্ছে, জন সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এ পোশাকগুলো। এতে অস্থায়ী ব্যবসায়ীদের আয়ের ব্যবস্থা হয়।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments