কালীগঞ্জে শিক্ষার্থীদের দেয়াল লিখন, নজর কাড়ছে সবার

লালমনিরহাট প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবর্ণ অতীতকে পেছনে ফেলে সামনে যাওয়ার প্রত্যয়ে লালমনিরহাটে স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা । তাদের নতুন স্বপ্নের কথা দেওয়ালচিত্রে তুলে ধরছেন নতুন প্রজন্ম। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। সোমবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উপজেলা চত্তর,হাতিবান্ধা উপজেলার আলিমউদ্দিন কলেজে দেয়াল লিখনের কাজ করছেন শিক্ষার্থীরা, দেয়াল লিখনের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভীমিকায় কাজ করছেন।শিক্ষার্থীরা জানান, সরকার পতন হয়েছে, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। তাই কালো অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা। শিক্ষার্থীরা আরো বলেন, দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাতে চাই।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments