লালমনিরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে ঢিল, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

লালমনিরহাট প্রতিনিধি

বৈষম্যমুক্ত বাংলাদেশ, স্বস্তিতে বাঁচতে চাই” -এই শ্লোগানে ৪দফা দাবীতে লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীরা বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে । রোববার দুপুরে শহরের মিশনমোড় গোল চত্বরে ঢাকা – বুড়িমারী মহা সড়কে অবস্থান করে বিক্ষোভ করে তারা। এসময় ব্যানার-ফেস্টুন-প্লেকার্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বীর শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীদের মিশন মোড় হতে শহরের গোশালা সোসাইটি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের হলে শহরের খোর্দ্দ সাপটানা রোডস্থ্য আইডিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসলে ক্লিনিকের ভেতর থেকে কয়েকজন দুর্বৃত্ত ইট পাথর নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে বেশ কয়েক জন বিক্ষোভকারী মাথায় আঘাত পায়। পরে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং আইডিয়াল ক্লিনিকের মেইন গেট ও আসবাবপত্র ভাঙচুর করেন। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া তপন রায় জানান, আমরা আজ দুপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছি। বিক্ষোভ শেষে মিশনমোড় থেকে একটা মিছিল গোশালা সোসাইটি যাচ্ছিলো পথিমধ্যে খোদ্দ সাপটানা এলাকায় আইডিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তিনতলা থেকে কে বা কাহারা মিছিলে বড় বড় ইট ছুড়ে মারে। এসময় পাঁচ থেকে সাত জন গুরুতর আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা আইডিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের গেট ও কক্ষে হামলা করে। এসময় মিশনমোড় বিডিআর গেট ও আশপাশের এলাকা থমথমে অবস্থার সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ও সেনাবাহিনীর মেজর কাউসার উপস্থিত হয়ে বিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments