লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের যুবদলের চারজন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন- আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শাহআলম মন্ডল, একই কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম।জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিস জানান, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় সব পদ থেকে আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক মাইদুল ইসলাম আব্বাস সহ পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যারা দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে বহিষ্কার করা হবে।