কালীগঞ্জে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে Rab-13


নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট 
লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। 
বৃহষ্পতিবার দুপুরে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চলবলা ইউনিয়নের অন্তর্গত নিথক এলাকার মাদক ব্যবসায়ি শামিমা সরকার (৩৯) এর বাড়িতে অভিযান চালিয়ে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক শামিমা সরকার নিথক সোনাপুকুর এলাকার শাহআলম সরকারের মেয়ে।
 
র‌্যাব -১৩ এর সিনিয়র এএসপি সালমান নুর আলম জানান, আটককৃত শামিমা সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments