কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট

ভরবো মাছে মোদের দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যেকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ ( ৩০ জুলাই – ৫ আগষ্ট ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এমপি। মাছের পোনা অবমুক্ত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তুষভান্ডার বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মুফাসসালিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবিদা সুলতানা, প্রেসক্লাব সভাপতি আমিরুল হেলালসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য ব‍্যবসায়ী, মৎস্য জীবীগন উপস্থিত ছিলেন।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments