আদিতমারীতে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট
লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আজিজুর পাটগ্রাম উপজেলার সরকারের হাট মুসলিম পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। বুধবার দুপুরে আদিতমারী উপজেলার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আজিজার রহমান সকালে পাটগ্রাম থেকে অটোরিক্সা যোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে আদিতমারী স্টেশন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে সরাসরি সংঘর্ষ হয়। এসময় আজিজারসহ বেশ কয়েকজন যাত্রী হলে হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আজিজার রহমানের মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments