নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জে ব্রি হাইব্রিড ধান ৯৮ এর ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চলবলা মদনপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ এ মাঠ দিবসের আয়োজন করে। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সিফাত জাহান, কৃষক অনিল চন্দ্র, মাসুদ রানা প্রমূখ। মাঠ দিবস থেকে জানানো হয় নতুন এ জাতের ধান হেক্টরে ১০.৫০ টন ফলন দিয়েছে। এতে কালীগঞ্জ উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।
কালীগঞ্জে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
