কালীগঞ্জে ২ লাখ টাকা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস।।।

লালমনিরহাট প্রতিনিধি 

নদী-নালা- খাল-বিল ধ্বংস ও শিকারি কর্তৃক নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে ফাঁদ তৈরির কারণে দেশে প্রতিনিয়ত কমছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে অভিযান পরিচালনা করে ২লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জালসহ শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলার৷ চন্দ্রপুর  ইউনিয়নের সুতি নদীর অভিযান শেষে বিকেল ৩টায়  নদীর পাড়ে  কাছে  জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইয়েদুল মুফাসসালিন 

এ বিষয়ে কালিগঞ্জ  উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইয়েদুল মুফাসসালিন  বলেন, বিভিন্ন কারণে দিনদিন সুতি নদীর  মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। এর মাঝে অন্যতম নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল। সম্প্রতি চায়না দুয়ারি জালের ব্যবহারের ফলে হাওরের মাছের উৎপাদন কমে যাচ্ছে। কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সোমবার হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২০টি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে প্রায় ২লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম  জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ এবং নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইনত অপরাধ। অবৈধ এসব জালের ব্যবহার বন্ধ করতে হাওরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments