এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কম্পানীর সাইনবোর্ড টাঙ্গিয়ে অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানীর সাইনবোর্ড টাঙ্গিয়ে অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছ লালমনিরহাট জোনাল অফিস।
শনিবার দুপুরে লালমনিরহাট জোনাল অফিসে লিখিত বক্তব্যের মাধ্যমে এহেন অপকর্মের তীব্র প্রতিবাদ জানান, জোনাল ব্যবস্থাপক হাসান উল আজিজ।
লিখিত বক্তব্যে তিনি জানান, স্বনাম ধন্য এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানীর সাইনবোর্ড টাঙ্গিয়ে একটি কুচক্রী মহল পতিতাবৃত্তি সহ নানা অপকর্ম করে আসছে। লালমনিরহাটে এ ধরনের কোন শাখা অফিসের অনুমোদন নেই। ইতো মধ্যে সাইন বোর্ডটি অপসারন করা হয়েছে।
এ ধরনের বিভ্রান্তে সকল গ্রাহক শুভানুধ্যায়ীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়। এছাড়া সংবাদ সন্মেলনে জানানো হয় ইতোমধ্যে
এসময় অন্যান্যের মধ্যে ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম,শামীমা নাসরিন,ও শাখা ব্যবস্থাপক তাজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বিষয়ে আদিতমারী থানায় একটি সাধারন ডায়েরী করা হলে পুলিশ চারজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments