লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২০) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল নিহত হয়েছে।
শুক্রবার ভোর ৪ টার দিকে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যের গুলিতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার অপির উদ্দিনের ছেলে।

বিজিবি, পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আবুল কালাম বাসা থেকে বেড় হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখাল সহ সীমান্তে ভারতীয় গরু আনতে যায়। এ সময় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে কালাম গুরুতর আহত হলে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।    
৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন জানান, শুক্রবার সকাল ০৯.২৫ হতে ০৯.৪০ ঘটিকা পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ান-২  এবং ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট এর মধ্যে ঝালংগী বিওপির সীমান্ত পিলার ৮৪৮/৯ এস সংলগ্ন পকেট পাড়া নামক স্থানে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ তদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments