লালমনিরহাটে বৃষ্টি জন্য বিশেষ নামাজ আদায় 

হাতিবান্ধা প্রতিনিধি

বৃষ্টির আশায় লালমনিরহাটের হাতীবান্ধায়  (সালাতুল ইস্তিখার) বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ।মঙ্গলবার সকালে হাতিবান্ধা উপজেলার বড়খাতা ব্যবসায়িদের আয়োজনে স্থানীয় স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজে বিভিন্ন এলাকার শতশত মুসল্লীগন অংশগ্রহন করেন।প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও ক্ষরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে। পরে সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী। নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব সামাদ মিয়া জানান, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি। নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী বলেন,দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল সে কারণে বৃষ্টির জন্য নামাজ পড়েছি। 

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments