আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করা হবে: সেলিমা রহমান

রাজধানী পোষ্ট ডেস্ক

আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি।সেলিমা রহমান বলেন, আন্দোলনের অনেকগুলো বাঁক থাকে। প্রথম বাঁকে আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, সেখানে সফল হয়েছি। এখন আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হবে।তিনি আরও বলেন, বিএনপি ফিনিক্স পাখির মতো, যতই নির্যাতন করা হবে ততই জেগে উঠবে। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখনও নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে না। এছাড়া জনগণের ভোটে নয়, পার্শ্ববর্তী দেশের সহায়তায় সরকার ক্ষমতায় আছে বলেও মন্তব্য করেন তিনি।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments