শিক্ষিতরা ডক্টরেট করে শ্রমিকের টাকা মেরে দেয়: ড. ইউনুসকে শামীম ওসমান

রাজধানী পোষ্ট ডেস্ক

দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে দুর্ভিক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, যার যত বেশি আছে সে ততো খেতে চায়। কিছু মানুষ আছে তাদের কাছে বাংলাদেশ ভালো লাগে না, তাদের অন্য জায়গায় ব্যবস্থা করা আছে।রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় শামীম ওসমান বলেন, শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো ভালো মানুষ হওয়া। ড. মুহাম্মদ ইউনুস কে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবীতে এবং বাংলাদেশের যত লুটপাট, ষড়যন্ত্র, দেশ বেচা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ করে না। করে সব শিক্ষিত লোকেরা। এরা লেখাপড়া করে ডক্টরেট ডিগ্রি নিয়ে শ্রমিকের টাকা মেরে দেয়।তিনি আরও বলেন, ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে মারেনি ওরা আমাদের যৌবন, কৈশোরকে মেরেছে। আমাদের জাপানের মত একটি দেশ থাকার কথা ছিল। আমাদের মাটিতে সম্পদ আছে। আমাদের পানি, আমাদের মাটির নীচে গ্যাস, ম্যানপাওয়ার সবই আছে। বঙ্গবন্ধু সেই জায়গায়ই দেশটিকে নিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। শেখ হাসিনা ফিরে আসার কারণে আমরা আবার স্বপ্ন দেখা শুরু করেছি। উনি স্বপ্ন দেখছেন আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

Share

আরও পড়ুন

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments