সংবাদদাতা লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কম্পানি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।মঙ্গলবার কালীগঞ্জ নেসকোর কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ সড়কে নেসকো অফিসের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং লালমনিরহাট নেসকো অফিসে ১০৪জন কর্মচারী পিচরেটে কর্মরত আছি। আমরা পিচরেট কর্মচারীরা পরিবার নিয়ে বর্তমানে হতাশার মধ্যদিয়ে মানবেতর জীবনযাপন করছি। তাই অবিলম্বে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান কর্মচারীরা।